ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা স্লোগান দিয়ে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি ভিপি নুরের ওপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।
এমকে/এসএন