নুরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি, জিএস পদপ্রার্থীরা। এ ঘটনায় নুরুল হক নুর ছাড়াও গণ অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানাচ্ছি। এটি অশনিসংকেত’।
সাদিক কায়েম বলেন, ‘নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের যোদ্ধা। পুলিশ ও সেনাবাহিনীর হামলা প্রমাণ করে সংস্কারের অনেক পথ বাকি’। উমামা ফাতেমার মতে, সেনাবাহিনীর এই আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। জুলিয়াস সিজার তালুকদার বলেন, ‘এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অন্তরায়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি’।
জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, নুর ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ জানাই। মেঘমল্লার বসু বলেন, হামলার তীব্র নিন্দা জানাই। গণতন্ত্রের জন্য এটি একটি হুমকি। ডাকসু প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে সবাইকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং নুরের দ্রুত সুস্থতা কামনার আহ্বান জানিয়েছেন।
এসএন