আসন্ন জাতীয় নির্বাচনকে বিলম্বিত বা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ শনিবার (৩০ আগস্ট) সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুনরায় নিশ্চিত করছে যে, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পবিত্র অঙ্গীকার।’
সরকার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যের আহ্বানও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে এবং গণতন্ত্রে আমাদের সফল রূপান্তর নিশ্চিত করতে এই ঐক্য অপরিহার্য।’
পিএ/টিকে