গণ-অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন রোডে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির কার্যালয়ের মুখে যাওয়ার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে প্রায় ৩০ মিনিটের অধিক সময় ধস্তাধস্তির এক পর্যায়ে নেতাকর্মীরা আবারো মিছিল নিয়ে শহরের গোল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশ শেষ করে নেতাকর্মীরা আবারো জাতীয় পার্টির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে রাস্তায় বসে পড়েন তারা। দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কয়েক দফা ধস্তাধস্তির হয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সাইনবোর্ড, সাটার ও দরজা ভাঙচুর করেন তারা।
এর আগে সমাবেশ বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুদ মিয়া, বায়োজিদ বোস্তামী জীম, রাফিসহ অন্যরা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দীর্ঘ সময় বিক্ষুব্ধদের আটকানোর পর হঠাৎ বৃষ্টি এলে তারা এ ঘটনা ঘটান।
ইএ/টিকে