ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা ও ভাঙচুর চালায়।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলটি ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর উপজেলার জাপা কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরণের কঠোর কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত রয়েছি।
এফপি / টিকে