সক্রেটিস, হাকানদের পথ ধরে জনতার কণ্ঠস্বর "নোভাক জোকোভিচ"

২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচের নাম আজ শুধু টেনিস কোর্টেই নয়, বরং সার্বিয়ার রাজপথেও উচ্চারিত হচ্ছে। সার্বিয়ান এই কিংবদন্তিকে টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হলেও এখন তিনি নিজের দেশের ইতিহাসের ভিন্ন এক অধ্যায়ে নাম লিখিয়েছেন।

গত নভেম্বরে সার্বিয়ার একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর থেকেই দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। প্রায় প্রতিদিনই বিক্ষোভ, মিছিল আর স্লোগানে মুখর সার্বিয়া। আন্দোলন এখন রূপ নিয়েছে আট বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের পতনের দাবিতে।

এই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জোকোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনরত তরুণদের উদ্দেশে তিনি লিখেছিলেন, “আমি তরুণদের শক্তিতে বিশ্বাস করি। তাদের কণ্ঠস্বরই আমাদের ভবিষ্যৎ গড়বে। তারা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এবং তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত।”



এই বার্তা আন্দোলনকারীদের নতুন অনুপ্রেরণা দিলেও, সরকারপন্থীদের চোখে জোকোভিচ পরিণত হয়েছেন বিতর্কিত এক চরিত্রে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ জয়ের পর তিনি সেই জয় উৎসর্গ করেন আন্দোলনে প্রাণ হারানো এক শিক্ষার্থীর উদ্দেশে।

এরপর বেলগ্রেডে এক বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়ে জোকোভিচ পরেছিলেন একটি বিশেষ বার্তাবাহী টি-শার্ট, যেখানে লেখা ছিল - “স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স”। এই প্রতীকী বার্তাটি আরও স্পষ্ট করে দিল যে, দেশের তরুণদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন তিনি।

এই ঘটনায় অনেকেই ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সক্রেটিসকে মনে করছেন, যিনি একসময় ব্রাজিলের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ঠিক তেমনিভাবেই নোভাক জোকোভিচও নিজেকে আলাদা করে তুলেছেন এক অনন্য সাহসী কণ্ঠ হিসেবে।

এখন নিরাপত্তাজনিত আশঙ্কায় জোকোভিচ এবং তার পরিবার কঠিন সময় পার করছেন। এমনকি দেশ ছাড়ার কথাও ভাবছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলদাতা হাকান শুকুরের মতো তিনিও হয়তো একদিন প্রবাসী জীবনে বাধ্য হবেন, যিনি তুরস্ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেষ পর্যন্ত দেশছাড়া হয়েছিলেন।

নোভাক জোকোভিচের এই অবস্থান প্রমাণ করে, কিংবদন্তিরা শুধু খেলার মাঠেই নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইতেও আলাদা। তার এই সাহসী ভূমিকা আজ সারাবিশ্বের কোটি ভক্তের কাছে অনুপ্রেরণা।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
চীনে অনুষ্ঠিত হলো ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ স্মরণ অনুষ্ঠান Aug 31, 2025
img
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন Aug 31, 2025
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে : তারেক রহমান Aug 31, 2025
img
‘ভয়, আওয়ামী লীগের ভোট যদি জাতীয় পার্টিতে যায়!’ Aug 31, 2025
img
ঢাকায় আজ থেকে চালু হচ্ছে দেশীয় প্রযুক্তির ট্রাফিক ব্যবস্থা Aug 31, 2025
img
বিমানের ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করিনি : টয়া Aug 31, 2025
img
চিরঞ্জীবীর দেখা পেতে ৩০০ কিমি সাইকেলে পাড়ি, মহানুভবতা অভিনেতার Aug 31, 2025
img
ওসমান শরীফ হাদীকে দেখতে শহীদ নূর হোসেনের পুনর্জন্মের মতো লাগে: শফিকুল আলম Aug 31, 2025
img
দুই মেয়েকে নিয়ে একা এষা, প্রাক্তন ভরতের জীবনে নতুন প্রেম Aug 31, 2025
img
নূরের ওপর হামলা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: ডা. জাহিদ Aug 31, 2025
কঠিন আর্থিক সময়, গহনা বিক্রি করলেন অপু! Aug 31, 2025
img
শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে উত্তপ্ত চবি এলাকা, আহত অনেকে Aug 31, 2025
পরিবার নিয়ে এল কেএফসি, খতে পারলেন না আফ্রিদি Aug 31, 2025
এক এগারো নিয়ে যে হুশিয়ারি রাশেদের Aug 31, 2025
জাহ্নবীর জীবনে নতুন অধ্যায়, সামনে এলো তাঁর স্বামীর নাম! Aug 31, 2025
‘নির্বাচিত সরকার বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করবে কিনা ভাবতে হচ্ছে’ Aug 31, 2025
গুমের শিকার পরিবারগুলোর জন্য যে উদ্যোগ নেয়ার কথা বললেন নাবিলা Aug 31, 2025
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই: প্রেস সচিব Aug 31, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 31, 2025
img
রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন: হাসনাত Aug 31, 2025