ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য এ ধরনের হামলা আরো হতে পারে। তাই সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন আমীর ফোরকানিয়া মাদরাসা মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের গরীব অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, গতকাল আমরা দেখেছি, ভিপি নুরের ওপর হামলা হয়েছে।
আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য এ রকম হামলা আরো হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন। ষড়যন্ত্র যাতে দানা বেধে না ওঠে সেজন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এমন কোনো কাজ করা যাবে না যা এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তাই আমাদের সাবধানে থাকতে হবে এবং সতর্কভাবে কাজ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, অতিথি পাখিরা সুসময়ে আসবে, আবার দুঃসময়ে উড়াল দেবে। কিন্তু ত্যাগী নেতারা-কর্মীরা দেশ ছেড়ে পালাবে না, কর্মীদেরও ছেড়ে যাবে না।
বিএনপিতে যারা আছেন তারা নির্যাতন, অন্যায় অত্যাচার ও নিষ্পেষণের শিকার হয়েছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতোমধ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে।
ধানের শীষের পক্ষে জনসমর্থনের প্রসঙ্গে চসিক মেয়র বলেন, এরমধ্যে ধানের শীষের একটা জোয়ার উঠেছে। এই জোয়ার ধরে রেখে মানুষের পাশে আপনারা কাজ করে যাবেন।
কোনো ধরনের অন্যায় অত্যাচারের শিকার যেন মানুষকে হতে না হয়। যদি কারও ওপর অন্যায় অত্যাচার হয় তাহলে নেতাদের জানাবেন, প্রয়োজনে সিটি করপোরেশনে গিয়ে আমাকে জানাবেন। কোনো অন্যায় অত্যাচারীকে দলে রাখা যাবে না।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন পারভেজের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু।
পিএ/টিকে