সিলেটে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিটন দাস। অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে। ১৮৬.২০ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসে একটা কীর্তিও গড়েছেন তিনি।
ভাগ বসিয়েছেন সাকিব আল হাসানের কীর্তিতে। এতদিন বাংলাদেশের হয়ে ১৩ ফিফটি নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেই কীর্তিতে এবার বর্তমান অধিনায়ক ভাগ বসিয়েছেন। আজ সিলেটে পাওয়া ফিফটিটা লিটনের ক্যারিয়ারেরও ১৩তম।
ফিফটিতে দুজনে সমান হলেও ম্যাচের ক্ষেত্রে দ্রুততমের কীর্তি লিটনের। ১০৮ ম্যাচের বিপরীতে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ। আজকের ফিফটিতে রানেও ফিরেছেন লিটন। কেননা সর্বশেষ ৩ ইনিংসে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি তিনি। আজ ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
লিটনের কীর্তির দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। ১৩৭ রানের লক্ষ্য ৩৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জয়ে সিরিজ শুরুর ম্যাচে অবদান রেখেছেন সাইফ হাসানও। ২২ মাস পর বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৮৯.৪৭ স্ট্রাইকরেটের ইনিংসটিতে ১ চারের বিপরীতে ছক্কায় হাঁকিয়েছেন ৩টি।
ঝোড়ো ইনিংসের আগে বল হাতেও সফল ছিলেন সাইফ। ৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আজই প্রথম উইকেট পেয়েছেন তিনি। সেটিও খাতা খোলা নয়, গুরুত্বপূর্ণ সময়ে একই ওভারে জোড়া উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। তবে প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে তোপ দাগিয়েছেন তাসকিন আহমেদ। ক্যারিয়ারে তৃতীয়বার ৪ উইকেটের ম্যাচে সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার।
ইউটি/টিএ