ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের এলিট ক্লাবে লেখালেন সাবেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। রবিবার (৩১ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচে প্রথম ইংলিশ ও তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের সাবেক ওপেনার। ব্রায়ান লারা স্টেডিয়ামে নবম ওভারের শেষ বলে ইমরান তাহিরকে ছক্কা মেরে ব্যক্তিগত ৫০ পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ১৪ হাজার রানে পৌঁছে যান তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল।
৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৪,৫৬২ রান। গত শনিবারই কায়রন পোলার্ড ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন দ্বিতীয় ব্যাটার হিসেবে। আজ ম্যাচে ১২ রান করলে তার রান দাঁড়ায় ১৪,০১২। হেলস তাকেও ছাড়িয়ে গেলেন ১৪,০২৪ রান নিয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান :
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) –১৪,৫৬২ রান
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) – ১৪,০২৪ রান
কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) –১৪,০১২ রান
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ১৩,৫৯৫ রান
শোয়েব মালিক (পাকিস্তান) – ১৩,৫৭১ রান।
তিনটি চার ও সাতটি ছক্কায় এদিন ৪৩ বলে ঝড়ো ৭৪ রান করেন হেলস। ওপেনিংয়ে কলিন মুনরোর সঙ্গে গড়েন ১১৬ রানের জুটি। মুনরো খেলেন ৩০ বলে ৫২ রানের ইনিংস।
পরে কাইরন পোলার্ডের সঙ্গে ২০ রানের জুটি গড়লেও ১৫তম ওভারের প্রথম বলেই ইমরান তাহিরের শিকার হয়ে ফেরেন হেলস।
আন্তর্জাতিক হেলসের টি-টোয়েন্টিতে সংগ্রহ ৭৫ ম্যাচে ২,০৭৪ রান। সিপিএলে এর আগে ২০১৯ সালে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১২ ম্যাচে ১৯৭ রান এবং ২০২৩ সালে জামাইকা তালাওয়াসের হয়ে সাত ম্যাচে ২১৭ রান করেছিলেন তিনি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ছয় ম্যাচ। ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হান্ড্রেড’-এ খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে এবং বিগ ব্যাশ লিগে প্রতিনিধিত্ব করেছেন চারটি দলের।
এছাড়া পাকিস্তান সুপার লিগেও নিয়মিত খেলেন হেলস। ২০১৭ সাল থেকে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে নামেন তিনি। এখন পর্যন্ত পিএসএলে ৪৬ ম্যাচে তার সংগ্রহ ১,২৬৮ রান। যার মধ্যে রয়েছে সাতটি অর্ধশতক।
এফপি/ টিকে