আমি ভাঙলেও মচকাই না, যত নোংরামি করবেন ততই শক্তিশালী হব: জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘আমি ভাঙলেও মচকাই না। আমারে নিয়ে যত নোংরামি করবেন আমি দিন দিন ততই শক্তিশালী হব।’

সম্প্রতি ডাকসু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নিয়ে আয়োজিত বেসরকারি এক টেলিভিশনের টকশোতে মুক্তিযুদ্ধ নিয়ে দর্শকের প্রশ্নের পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রতিনিধি ফাতিমা তাসনিম জুমা উত্তর দেওয়া শুরু করেন। এ সময় অন্যান্য প্যানেলের অতিথি বক্তা ও তাদের সমর্থকরা তার বক্তব্যে হস্তক্ষেপ করলে তাদের মাঝে উচ্চবাক্য বিনিময় হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এমনকি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগও করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জুমা লেখেন, আপনারা কোনও মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানালেও কাজ হবেনা ভাই, কেউ বিশ্বাস করবেনা। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়ে যত নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো।

ফেসবুকে জুমা লেখেন, গতকাল আমি যখনই আমার কথা বলা শুরু কছিলাম ছাত্রদলের আরিফ ভাইয়ের সাথে আসা লোকেরা এবং বামদের সাথে আসা লোকেরা বাইরে থেকে 'তুমিও জানো আমিও জানি' স্লোগানসহ আরও নানাকিছু বলে চিল্লাচিল্লি করে আমাকে কথা বলতেই দিচ্ছিল না। সাথে সবাই মিলে একের পর এক বিরক্তিকর প্রশ্ন আর বা..ছা.. যুক্তি বলে আমাকে কথা বলতে না দেওয়াই ছিল বাকিদের উদ্দেশ্য যাতে আমারে কুক করা গেছে বলে সিগমা সাজতে পারে। বাধ্য হয়ে আমাকে চিল্লাচিল্লি করা লেগেছে।

তিনি বলেন, পরে চাকমা ইস্যুটা এনেছে। এই কথা আসছে ছাত্রদলের প্রার্থীর কথার ভিত্তিতে, সে স্টেক নাই বলার পর বাংলাদেশে বাকি যারা বিরোধিতা করছে তাদের স্টেক আছে কিনা এই প্রশ্ন থেকে। যাই হোক, ভদ্রতা কেউই দেখায় নাই। এর প্রেক্ষিতে কাল রাত থেকে আমার সাথে যা হচ্ছে তা নিয়ে আমি এখন চাইলেই সিম্প্যাথি কার্ড খেলতে পারি। একটা মানুষের সহ্যসীমা আছে। কিন্তু এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য না।

নিজেকে নিয়ে অপপ্রচার ও বুলিংয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জুমা বলেন, আমার সাথে যুক্তি তর্কে আসেন। ডিবেটে আসেন। তা না কইরা আমার ন্যুড বানানোয় যারা লেগে পড়েছেন, তাদের সাথে আর কী ফাইট দিবো? মানে আপনারা কোনো মাইয়ার লগে না পারলেই তার চরিত্র হননে লাগেন। আমার ন্যুড সবচেয়ে পারফেক্টলি এআই ডিটেকশনলেস বানাইলেও কাজ হবেনা ভাই, কেউ বিশ্বাস করবেনা। আমি ভেঙে গেলেও মচকাই না। আমারে নিয়া যত নোংরামি করবেন আমি দিন দিন ততো শক্তিশালী হবো।

তিনি আরও বলেন, ডাকসু না জিতলেও আমার কিছু যায় আসে না। ডাকসুর আগে থেকে আমি জাতীয় রাজনীতিতে রিলেভ্যান্ট। ডাকসুতে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা আমি গতকাল করে ফেলছি। মুজিববাদী ন্যারেটিভ যে চলবেনা সেটা বুইঝা সবার গান্ড ফাইটা যাইতেছে দেখে আমি নিজেরে নিয়া প্রাউড।

সবশেষে জুমা বলেন, এই সব নোংরামির বিচার আমি শুধু আল্লাহরে দিলাম। আমি সবকিছু জাইনাই মাঠে নামসি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে এই জায়গায় এই ফাইট দেওয়ার জন্য বাঁচাইয়া রাখছেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।

প্রসঙ্গত, শনিবার (৩০ আগস্ট) ঢাবির কলা ভবন সংলগ্ন বট তলায় এক বেসরকারি টিভি চ্যানেল একটি ওপেন টকশোর আয়োজন করেন। যেখানে ছাত্রশিবির, ছাত্রদল ও অন্যান্য প্যানেলের প্রার্থীদের রাখা হয়। এ সময় জুমাকে এক দর্শক প্রশ্ন করেন, ‘মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে আপনাদের অবস্থান কী হবে?’ পরে জুমা এর জবাব দিতে গেলে অন্যান্য বক্তারা ভেটো দেন এবং বিভিন্ন প্রশ্ন তোলেন। এরপর শুরু হয় বাকযুদ্ধ ও উচ্চবাক্য বিনিময়।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফরহাদের প্রার্থীতা নিয়ে রিট করা ফাহমিদা নীরব ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে, ৩০ জুলাই শেয়ার করেছিলেন 'মেট্রোরেলের ভাঙ্গা কাঁচের' ছবি Sep 01, 2025
img
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে: ত্রাণ উপদেষ্টা Sep 01, 2025
img
ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিওনেল মেসি! Aug 31, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন Aug 31, 2025
img
একযোগে বদলি টঙ্গীর দুই থানার ওসি Aug 31, 2025
img
চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, আইসিইউতে ২ Aug 31, 2025
img
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ Aug 31, 2025
img
ছাত্রলীগের সাংস্কৃতিক উপসম্পাদক থেকে ডাকসুতে বামজোটে হেমা চাকমা Aug 31, 2025
গুজরাটে ভুয়া ভোটারের তথ্য প্রকাশ করলেন কংগ্রেস নেতা Aug 31, 2025
ফোনকলে নুরুল হক নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি Aug 31, 2025
নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ রাশেদ খাঁন Aug 31, 2025
জাতীয় পার্টির ব্যাপারে অবস্থান স্পষ্ট করলো এনসিপি Aug 31, 2025
img
স্বপ্না রাণীর গোল, জয়ে শেষ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ Aug 31, 2025
img
জাতীয় পার্টি হচ্ছে চব্বিশের পরাজিত শক্তি : সারোয়ার তুষার Aug 31, 2025
img
‘কুলি’র সেটে দুর্ঘটনা: বেঁচে ফিরে অমিতাভের রোমান্সের মুহূর্ত Aug 31, 2025
img
জাতীয়পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে মুখ খুললেন প্রেস সচিব Aug 31, 2025
img
সিপিএলে ২০ বলে ফিফটির রেকর্ড সাকিবের Aug 31, 2025
img
না ফেরার দেশে কিংবদন্তি পরিচালক প্রেম সাগর Aug 31, 2025
img
না ফেরার দেশে আল্লু অর্জুনের দাদি ও রাম চরণের নানি Aug 31, 2025
img
হালান্ডের রেকর্ড ভেসে গেলো ব্রাইটনের শেষ মুহূর্তের গোলে Aug 31, 2025