দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান, দেশের জার্সিতে মাঠেও নামতে পারছেন না প্রায় এক বছর ধরে। তাই বলে যে এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্রিকেট থেমে আছে, তা কিন্তু নয়। এখনও যে তিনি ফুরিয়ে যাননি, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা দেখেই তা স্পষ্ট। এবার তিনি খেলবেন কানাডার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’-তে। এই টুর্নামেন্টে তাকে দেখা যাবে মন্ট্রিয়ল টাইগার্সের জার্সিতে।
বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না অনেক দিন ধরে, তাই বলে ক্রিকেটে সাকিব আল হাসানের ব্যস্ততা এতটুকুও কমেনি। এক লিগ থেকে অন্য লিগ, এক ফ্রাঞ্চাইজি থেকে অন্য ফ্র্যাঞ্চাইজি, সাকিব আল হাসানের সময় কাটছে ঠিক এভাবেই।
ব্র্যাম্পটন ব্লিটজ, মিসিসাগা মাস্টার্স, মন্ট্রিয়ল টাইগার্স, ভ্যাঙ্কুভার কিংস, টরন্টো সিক্সার্স এবং হোয়াইটওয়ার্ক- এই ৬ দল নিয়ে আগামী ৮ অক্টোবর শুরু হতে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি’। সাকিব ছাড়াও এরই মধ্যে এই লিগে নাম লিখিয়েছেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালানদের মতো তারকারা। এছাড়া বিশ্বের নামিদামি ক্রিকেটারদের সঙ্গে খেলবেন কানাডার ক্রিকেটাররাও।
মন্ট্রিয়ল দলে সাকিব তার সতীর্থ হিসেবে পাচ্ছেন জশ ব্রাউন, নিক হবসন, ইসুরু উদানা, টম মুরস, অ্যান্ড্রু টাইয়ের মতো ক্রিকেটারদের। তবে কানাডার লিগে সাকিব অবশ্য নতুন নন। এর আগেও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। গুঞ্জন আছে, এ বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও দেখা যেতে পারে তাকে।
ভ্যাঙ্কুভারের সবচেয়ে বড় স্টেডিয়াম বিসি প্লেসে অনুষ্ঠিত হবে ‘কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট। ৮ থেকে ১৩ অক্টোবর চলবে এই টুর্নামেন্ট। টিকিট বিক্রি শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই।
এফপি/ টিকে