বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুর থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে উপাচার্যসহ প্রায় আড়াই শ শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে রাত ৮টার দিকে ওই হামলার পর বের হয়ে গেছেন সব শিক্ষক।
হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
কেএন/টিকে