রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে আজ রোববার (৩১ আগস্ট)। বিকেল ৫টায় মনোনয়ন বিতরণের সময়সীমা শেষ হয়।
ছয় দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে ৩১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
৩১৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে সাতজন, এজিএস পদে আটজন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে দুজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে চারজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচজন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তিনজন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে পাঁচজন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ছয়জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে পাঁচজন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তিনজন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ছয়জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে চারজন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে সাতজন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে তিনজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে সিনেটে পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাকসু হল ছাত্র সংসদ নির্বাচনে অন্তত ৪০০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানায় নির্বাচন কমিশনের একটি সূত্র।
ইএ/টিকে