ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি ঢামেকে পৌঁছান এবং নুরের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
প্রায় আধাঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্য চিকিৎসকরা।
কেএন/টিকে