গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে : নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে- এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। দেশ ও জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং নিষ্কণ্টক আবাসস্থলে হিসেবে গড়ে তুলতে হবে। দেশ নিরাপদ না থাকলে, কেউ নিরাপদ থাকবো না।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (৩১ আগস্ট) যশোর জেলা বিএনপি আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্গিস বেগম আরও বলেন, নির্বাচন হচ্ছে একটি পথ, যা আমাদের সকলের স্বাধীনভাবে মতো প্রকাশ নিশ্চিত করে। দেশে সাবলীলভাবে গণতন্ত্রের পথ চলা অব্যাহত থাকলে দেশ অবশ্যই উন্নত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার উপলদ্ধি করেছিলেন । সে কারণে তিনি সমগ্র জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, আজকে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা লাগানোর চেষ্টা করা হয়। কিন্তু বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দল সংখ্যাগরিষ্ঠ মানুষের মর্যাদা, দর্শন এবং সেন্টিমেন্ট ধারণ করে। সকল মত পথের মানুষ একত্রে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন সে কারণে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিষ্ঠার অন্যতম কারণ হলো, বাংলাদেশ যাতে বিশ্বের বুকে স্বগৌরবে দাঁড়িয়ে থাকতে পারে। দেশে যাতে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত এবং নিষ্কণ্টক থাকে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতো পারতো না। সিকিমের মতো অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত হতো।

বিশেষ অতিথির বক্তব্যে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের হাতে দলের যে আমানত রয়েছে সেটি রক্ষা করতে হবে। ফ্যাসিবাদের পতনের পর আজও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ সেই ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইসহক, মিজানুর রহমান খান প্রমুখ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে: নাহিদ Sep 01, 2025
img
‘বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলা যাবে না, সংশোধন হতে পারে’ Sep 01, 2025
img
চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: তাহের Sep 01, 2025
img
দেশের জনগণ নির্বাচন উৎসবে মেতে উঠেছে: হেলাল Sep 01, 2025
img
নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমান Sep 01, 2025
img
নুরুল হক নুরকে দেখতে ঢামেকে নাহিদ-সারজিস Sep 01, 2025
img
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিইউতে Sep 01, 2025
img
চবিতে ছাদ থেকে ফেলে দেওয়া সেই শিক্ষার্থী শিবির নেতা Sep 01, 2025
img
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে Sep 01, 2025
img
নির্বাচনে বাধা দিলে আবারও পরাজিত হবেন: দুদু Sep 01, 2025
img
ফরহাদের প্রার্থীতা নিয়ে রিট করা ফাহমিদা নীরব ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে, ৩০ জুলাই শেয়ার করেছিলেন 'মেট্রোরেলের ভাঙ্গা কাঁচের' ছবি Sep 01, 2025
img
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে: ত্রাণ উপদেষ্টা Sep 01, 2025
img
ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে লিওনেল মেসি! Aug 31, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন Aug 31, 2025
img
একযোগে বদলি টঙ্গীর দুই থানার ওসি Aug 31, 2025
img
চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, আইসিইউতে ২ Aug 31, 2025
img
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ Aug 31, 2025
img
ছাত্রলীগের সাংস্কৃতিক উপসম্পাদক থেকে ডাকসুতে বামজোটে হেমা চাকমা Aug 31, 2025
গুজরাটে ভুয়া ভোটারের তথ্য প্রকাশ করলেন কংগ্রেস নেতা Aug 31, 2025
ফোনকলে নুরুল হক নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি Aug 31, 2025