জাতীয় পার্টি হচ্ছে চব্বিশের পরাজিত শক্তি : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে নুরুল হক নুরকে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যেভাবে পিটিয়েছে, এটি উদ্বেগজনক ও ভয়ংকর। যেসব সেনা ও পুলিশ কর্মকর্তা এ হামলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। জাতীয় পার্টি হচ্ছে ভারতের দালাল এবং চব্বিশের পরাজিত শক্তি। একটি পরাজিত শক্তিকে রক্ষা করার জন্য গণঅভ্যুত্থানের অন্যতম দল গণঅধিকার পরিষদের অফিসে ঢুকে হামলা করা হলো, অথচ এরপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টায় মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা-উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, এই সরকারের প্রধান সমস্যা হলো, এরা জানে না যে তারা সরকার। সরকারের কোনো কর্তৃত্ব নেই। নুরুল হক নুরকে উপদেষ্টারা হাসপাতালে দেখতে গিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, কিন্তু এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণত রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয়। আর সরকার ব্যবস্থা নেয়। কিন্তু ড. মোহাম্মদ ইউনূসের সরকার শুধু বিবৃতি দেয়, অথচ কাজের জায়গায় পদক্ষেপ নেয় না।

জুলাই সনদ প্রসঙ্গে তুষার বলেন, জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। যে কোনো মূল্যে নির্বাচনের আগেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতেই নির্বাচন হতে হবে। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে জুলাই সনদ তুলে দেওয়ার অর্থ হচ্ছে ‘শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া’। বর্তমানে অনেক রাজনৈতিক দল কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই সংস্কার যদি এখনই না করা যায়, তাহলে পরবর্তীতে এটি আর বাস্তবায়ন সম্ভব হবে না।

সংবিধান প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, মুক্তিযুদ্ধের পর আমাদের উপর যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, তা প্রণয়নে যারা ছিলেন তাদের কোনো এখতিয়ার ছিল না। এই সংবিধানে একজন ব্যক্তিকে এমনভাবে ক্ষমতাবান করা হয়েছে যে, জনগণের মৌলিক অধিকার খর্ব হয়েছে। সরকারকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে। আর শর্তসাপেক্ষে জনগণের হাত-পা বেঁধে ফেলা হয়েছে। আমাদের দেশ স্বাধীন হলেও একটি সঠিক গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে না পারার খেসারত আমরা বারবার দিচ্ছি। সামরিক শাসন এসেছে, গণআন্দোলন হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছে তারপরও রাজনৈতিক দলগুলো জনগণকে একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দিতে পারেনি।

নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়ে সারোয়ার তুষার বলেন, কীভাবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা এখনও আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এই কমিশনের পক্ষে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।

সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্ল্যা রহমাতুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, মেহেরপুর জেলা ও উপজেলার সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ।

এরপর বিকেল ৪টায় মুজিবনগর কমপ্লেক্সের পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির মেহেরপুর জেলা শাখার আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ Sep 01, 2025
img
চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপি নেতারা Sep 01, 2025
ডাকসু নির্বাচন নিয়ে প্রগতিশীল ছাত্রসংগঠনদের যে আহ্বান ছাত্রলীগ নেতা সৈকতের Sep 01, 2025
ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণা, এখন চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে Sep 01, 2025
'ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা আমাদের যৌথ দায়িত্ব' Sep 01, 2025
নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে যা বললেন রিজভী Sep 01, 2025
বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন Sep 01, 2025
ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান মোদি Sep 01, 2025
‘নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে’ Sep 01, 2025
‘বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’ Sep 01, 2025
সিভিল সোসাইটি এখন বিএনপির ঘাড়ে ভর করছে Sep 01, 2025
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব Sep 01, 2025
টানা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি Sep 01, 2025
প্রধান উপদেষ্টার সাথে যে আলোচনা হল বিএনপির। Sep 01, 2025
সিপিএল শেষে এবার সাকিবের গন্তব্য ‘কানাডা সুপার সিক্সটি লিগ’ Sep 01, 2025
ইতিহাস গড়ল রেক্সহাম, দ্বিতীয় স্তরে ৪৩ বছর পর প্রথম জয় Sep 01, 2025
মেসি–রোনালদোর নতুন লড়াইয়ে উত্তেজনা! Sep 01, 2025
টেইলর সুইফট থেকে স্কারলেট জোহানসন, চ্যাটবটে চেহারা চুরি! Sep 01, 2025
অভিনেত্রী, অথচ বুয়েটে কেউ চিনতই না অপির কথায় চমকে গেলেন ভক্তরা Sep 01, 2025
পূজা নিয়ে প্রশ্নের মুখে বলিউড অভিনেতা! Sep 01, 2025