এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ বড় জয় পেয়েছে। স্বাগতিক লাওসের মাস্টার এফসিকে ৫-০ গোলে হারিয়েছ ভুটানের ক্লাবটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার স্বপ্না রাণী এক গোল করেন।
ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, তহুরা খাতুন, স্বপ্না রানী, শামসুন্নাহার ও রিপা। শুধু চ্যাম্পিয়ন্স লিগের জন্য আফিদা ও স্বপ্নাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। প্রথম দুই ম্যাচের দু'টিতেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আফিদাদের দল। আজকের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচে ভুটানের ক্লাব বড় জয় পায়।
আজ ম্যাচের শুরুর একাদশে অধিনায়ক আফিদা খন্দকার ছিলেন না। শামসুন্নাহার, তহুরা ও স্বপ্না ম্যাচের শুরু থেকেই ছিলেন। ভুটানী ফুটবলার সোনম গোলের যাত্রা শুরু করেন। স্বপ্না রাণী ৩০ গজ দূর থেকে অসাধারণ শটে ক্লাবকে ২-০ লিড এনে দেন। অনেক দূর থেকে গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে বাংলাদেশের এই ফুটবলারের। ২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে রয়্যাল থিম্পু কলেজ।
গত বছর ভুটানের থিম্পুতেই এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল থিম্পু কলেজ। গত মৌসুমে বাংলাদেশের মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা এই ক্লাবের হয়ে খেলেছিলেন। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন নিবন্ধন জটিলতায় খেলতে পারেননি।
ইএ/টিকে