আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। নতুন একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’।
রাহাত ফতেহ আলী খান পাকিস্তানি গায়ক হলেও ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়। তার কণ্ঠ ও গায়কী সুরের মুর্ছণায় বুঁদ হয়ে থাকেন সংগীতপ্রেমিরা।
জানা যায়, নতুন বাংলা গানে গায়কের সঙ্গে নারী কন্ঠে সুর মিলিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সংগীতশিল্পী রুবাইয়াত জাহান। তাদের ডুয়েট গাওয়া গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল।
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গান গাওয়ার অনুভূতি কেমন, এমনটা গায়িকার কাছে জানতে চাইলে সংগীতশিল্পী রুবাইয়াত বলেন, আমার কাছে মনে হলো আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন।
রাজা কাশেফের সুর-সংগীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত নিজেই। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আগামী ২ সেপ্টেম্বর গানটি প্রকাশ পাবে।
প্রসঙ্গত, পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। গায়কের গাওয়া জনপ্রিয় একটি বাংলা গান হলো ‘ভালোবাসা পর হয়েছে’। দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গানটি গেয়েছিলেন রাহাত ফতেহ আলী খান।
এসএস/টিকে