ইন্টার মায়ামি লিগস কাপ ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে ৩-০ হারে হারের পর লুইস সুয়ারেজকে সিয়াটেল সাউন্ডার্সের একজন স্টাফের দিকে থুতু ফেলতে দেখা গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি ও ঝগড়ায় লিপ্ত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শেষে সুয়ারেজ ক্ষিপ্ত হয়ে উত্সব করতে থাকা সিয়াটল মিডফিল্ডার ওবেদ ভারগাসকে হেডলকে ফেলে দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়।
এরপর সুয়ারেজ সিয়াটল সহকারী কোচের মুখে থুথু ছুড়ে দেন। ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ব্যর্থ হন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজারো দর্শক সুয়ারেজের এই আচরণের সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন। অনেক দর্শক সুয়ারেজের আচরণের তীব্র সমালোচনা করেছেন।
একজন লিখেছেন, ‘আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রতিপক্ষ স্টাফের দিকে থুথু ফেলা তাকে বিতর্কিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যদি ফিফা ও কনকাকাফ ন্যায্য থাকেন, এটি লুইস সুয়ারেজের পেশাদার জীবনের শেষ ম্যাচ হওয়া উচিত।’
ইন্টার মিয়ামির প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো সাংবাদিকদের বলেন, ‘আমি ঘটনার সময় দূরে ছিলাম, তাই মন্তব্য করতে পারছি না। তবে এমন ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কোনো প্রতিক্রিয়া হয়েছে, সম্ভবত তা প্ররোচনার কারণে।
এসএস/টিকে