বিংশ শতাব্দীর সাহিত্যে সবচেয়ে প্রভাবশালী নাম ফ্রান্ত্স কাফকা। এই অস্ট্রিয়ান-চেক উপন্যাসিক ও কবির সাহিত্যকর্ম এবং জীবন নিয়ে যত গবেষণা হয়েছে, তা সাহিত্য ইতিহাসে বিরল। মাত্র ৪০ বছর বেঁচে ছিলেন তিনি। এর মধ্যে এমন অসামান্য সৃষ্টি রেখে গেছেন, যা এখনো বিস্মিত করে মানুষকে।
সেই কাফকার জীবন এবার উঠে এসেছে চলচ্চিত্রে। পোলিশ নির্মাতা অগ্নিয়েস্কা হল্যান্ড তাঁকে নিয়ে বানিয়েছেন ‘ফ্রান্ত্স’। আসন্ন টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি। ছবিতে কাফকার চরিত্রে অভিনয় অরেছেন জার্মান অভিনেতা ইদান ওয়েইস।
মিলেনা জিসেনস্কার ভূমিকায় আছেন চেক অভিনয়শিল্পী এনোয়েফা বোকোয়া। নির্মাতা জানিয়েছেন, ছবিতে কাফকার একেবারে ছোটবেলা থেকে সাহিত্যজীবন হয়ে মৃত্যু পর্যন্ত সবটা তুলে ধরা হয়েছে।
৫০তম টরন্টো উৎসবের পর্দা উঠবে ৪ সেপ্টেম্বর। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এর মধ্যে ৫ সেপ্টেম্বর উৎসবের ‘স্পেশাল প্রেজেন্টেশন’ বিভাগে প্রদর্শিত হবে ‘ফ্রান্ত্স’। মাস খানেক আগে ছবিটির ট্রেলারও প্রকাশিত হয়েছে। বড় পর্দায় এটি কবে নাগাদ মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি।
নির্মাতা হল্যান্ড বলেন, ‘আমার যখন ১৪ বছর বয়স, তখন প্রথমবার কাফকার লেখা পড়েছি। এরপর থেকে তিনি আমার মননে মিশে আছেন একজন লেখক, শিল্পী ও গুরুর মতো।’
অন্যদিকে কাফকা চরিত্রে অভিনয়ের পর অভিনেতা ইদান ওয়েইস জানান, প্রায় দুই মাস ধরে একা একটি অ্যাপার্টমেন্টে বন্দি ছিলেন। যাতে কাফকার ধূসর-অন্ধকার জগতে প্রবেশ করতে পারেন। ওয়েইস বলেন, ‘অনেক দিন ধরে তিনি (কাফকা) আমার শরীরে ভর করে ছিলেন।’
টিকে/