বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকেই অনেকে ধরে নিয়েছিলেন, বলিউডের অনেক তারকার মতো হয়তো স্বরাও রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছেন। অবশেষে এ বিষয়ে নিজেই মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কৌতূহল মেটালেন স্বরা। অভিনেত্রী বলেন, ‘সকলেই ভাবেন, আমি হয়ত রাজনীতিতে যোগ দিতে চাই। আমাকে এই নিয়ে প্রশ্ন করলে আমার একটাই জবাব দেই। তা হলো রাজনীতি শুধুই রাজনীতি নয়; এর সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের খোঁজ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, আমজনতার মাঝে গিয়ে তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা।’
অভিনেত্রী বলেন, ‘তাই যারা মনে করেন যে, রাজনীতি করা মানেই শুধু ক্ষমতার ব্যবহার তা কিন্তু একেবারেই নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেকগুলো বিষয়, অনেকরকমের দায়িত্ব।’
স্বরা আরও বলেন, ‘আমি ফাহাদের সমস্ত প্রচারে অংশ নিয়েছিলাম। আমি নিজে সেখানে গিয়ে বুঝেছি যে রাজনীতি কোনো সহজ বিষয় নয়। আর আমি এই কাজের জন্য উপযুক্ত নই।’
স্বরা আরও বলেন, ‘আমি যা বলি তা নিয়েই বিতর্ক শুরু হয়। রাজনীতিতে গেলে কি আমি প্রতিদিনই বিতর্কের জন্ম দেব? আমার মধ্যে নেতা হওয়ার সেই ধৈর্য ও ক্ষমতা নেই। এটা খুবই কঠিন কাজ।’
এসএস/টিকে