ভারতীয় চলচ্চিত্রে বহু ভক্ত-অনুরাগীর হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী পূজা হেগড়ে বর্তমানে অসুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানান তিনি। মুম্বাইয়ের নিজের ফ্ল্যাট থেকে একটি ছবি শেয়ার করেন পূজা, যেখানে দেখা যায় তিনি শয্যাশায়ী অবস্থায় প্রিয় কুকুরটিকে বুকে জড়িয়ে রেখেছেন। ছবির সঙ্গে লিখেছেন, অসুস্থতার দিনগুলোতে বিশ্রাম আর সামান্য সুস্থতার সময়টাই এখন সবচেয়ে প্রয়োজন।
তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানান। পূজার সরল ও প্রাণবন্ত উপস্থিতি সবসময় সোশ্যাল মিডিয়ায় আলাদা মাত্রা এনে দেয়, আর এবার তাঁর খোলামেলা আপডেট ভক্তদের মনে এক অন্যরকম আবেগ ছুঁয়ে গেছে।
পূজা হেগড়ে সম্প্রতি রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবিতে মনিকা চরিত্রে বিশেষ উপস্থিতিতে দর্শকের নজর কাড়েন। ক্ষণিকের সেই উপস্থিতিতেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে অভিনয় থেকে কিছুদিন বিরতি নিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন এই জনপ্রিয় নায়িকা। তবে ভক্তদের প্রত্যাশা, শিগগিরই তিনি আগের মতো উজ্জ্বল এনার্জি ও হাসি নিয়ে পর্দায় ফিরবেন।
এমকে/টিকে