পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে প্রাধান্য দিচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে তারা আমলে নিচ্ছে না। অন্তবর্তী সরকার কি পথ হারিয়েছে- এমন প্রশ্ন মনে আসছে।
সোমবার রাজধানীর এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠনে এ কথা বলেন তিনি।
বিভিন্ন পদে ৩৯ জনকে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে সরকারের সঙ্গে সংস্কার কার্যক্রমে যুক্ত হয়েছিলাম, তা এখন স্তিমিত হয়েছে। নির্বাচন ঘিরে অস্থিরতা বাড়ছে এবং বাংলাদেশের ওপর একরকম ঝড় বয়ে যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ দেশের সাধারণ মানুষরে সংস্কার চাহিদা, সরকারের সংস্কার উদ্যোগের বাস্তবায়নের গতিপ্রকৃতি পর্যালোচনা করবে। আগামীতেও রাজনৈতিক সরকারের জবাবদিহি নিশ্চিতে কাজ করবে।
টিকে/