দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা অনুষ্কা শেট্টি প্রথমবারের মতো মালয়ালম ছবিতে অভিনয় করছেন। তাঁর অভিষেক হতে যাচ্ছে ফ্যান্টাসি থ্রিলার ‘কাথানার: দ্য ওয়াইল্ড সোর্সারার’ ছবির মাধ্যমে। রোজিন থমাস পরিচালিত এ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন মালয়ালম অভিনেতা জয়সূর্য।
সম্প্রতি জয়সূর্যের জন্মদিনে ছবির নির্মাতারা প্রকাশ করেছেন তাঁর প্রথম লুক। লম্বা চুল, দাড়ি আর রুক্ষ চেহারায় নবম শতাব্দীর কিংবদন্তি জাদুকর ‘কাদামাট্টাথু কাথানার’-এর চরিত্রে তাঁকে দেখে ভক্তদের মাঝে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। পোস্টারের ট্যাগলাইন “তোমার সময়, মন আর বাস্তবতাকেও যে ছিনিয়ে নেয়” ছবিটির রহস্যময় আবহকে আরও তীব্র করে তুলেছে।
এদিকে অনুষ্কার চরিত্র নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে জোর জল্পনা চলছে, তিনি হয়তো ছবিতে অভিনয় করবেন একদম কাঁচা, মাটির ঘ্রাণমাখা চরিত্রে। তাঁর আগামী ছবি **‘ঘাটি’**তেও এমন এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
শক্তিশালী চরিত্রে অনুষ্কার অভিনয় এবং জয়সূর্যের সম্পূর্ণ রূপান্তরিত চেহারা দুয়ে মিলে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া হয়ে উঠেছে। গোকুলাম গোপালনের প্রযোজনায় এবং রাহুল সুব্রহ্মনিয়ানের সংগীতে নির্মিত ছবিটি চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানা গেছে।
এমকে/টিকে