অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। তবে অভিনয়ের বাইরেও সামাজিক মাধ্যমে সরব থাকেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে সব সময়ই কথা বলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন চমক। তাতে এ অভিনেত্রী লিখেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ! এগুলো আর নেওয়া যাচ্ছে না।”
ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে নতুন নীতিমালা আসছে। এ ঘোষণার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন চমক। ক্ষোভ প্রকাশ করে চমক লেখেন, “মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”
এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “রিকশা না চললে আমরা চলব কীভাবে?” আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “গরিবের পেটে লাথি মারছেন কেন?”
আরেকজন দীর্ঘ মন্তব্যে সমালোচনা করে লিখেছেন, “ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো ভাব বাড়ছে। অনেকেই এই রিকশায় অফিস-আদালতে যায়, কাজ সারতে যায়। রিকশা বন্ধ হলে চালকরা কী খাবে? নিজের আগের অবস্থার কথা মনে করুন, অন্যকে ভালোবাসতে শিখুন।”
তবে চমকের মন্তব্যের সঙ্গে একপক্ষ সহমতও জানিয়েছেন। কেউ লিখেছেন, “এটা ভালো উদ্যোগ।” আবার কেউ লিখেছেন, “একদম ঠিক বলেছেন, সবারই উচিত ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া।
এসএস/টিকে