গণেশ চতুর্থী উৎসবে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ছড়ালেন ভিন্ন আভা। সাধারণত আধুনিক ও পাশ্চাত্য পোশাকে দেখা গেলেও এবার তিনি হাজির হলেন একেবারেই ঐতিহ্যবাহী রূপে। সোনালি ব্লাউজের সঙ্গে গোলাপি লেহেঙ্গা ও ওড়না পরে রঙিন আলোয় ভাসলেন তিনি।
তার সাজে বিশেষ মাত্রা যোগ করেছিল কপালের ছোট্ট লাল টিপ। শ্রীলঙ্কান সৌন্দর্যের সেই আভা মিলেমিশে গিয়েছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে। শুধু পোশাক নয়, তার হাসি আর প্রাণবন্ত উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
ভক্তদের কাছে এ যেন ছিল এক নতুন চমক। নিত্যনতুন সাজে মাতিয়ে রাখা জ্যাকুলিন এবার প্রমাণ করলেন, ঐতিহ্যবাহী রূপেও তিনি সমান মোহনীয়। তার উপস্থিতি তাই উৎসবের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে।
এমকে/টিকে