ডাকসু নির্বাচন

ফরহাদের প্রার্থিতা ডাকসুর গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: ফাহমিদা আলম

‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা ডাকসুর মূল্যবোধ ও গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য রিট করা হয়েছে, নির্বাচন বানচাল করা উদ্দেশ্য নয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রশিবিরের সভাপতি তার প্রার্থিতা ডাকসুর মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, একইসঙ্গে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন এ কথা উল্লেখ করে ফাহমিদা আলম বলেন, তার পদত্যাগের কোনো প্রমাণপত্র নেই। এ কারণেই রিট করা হয়েছে। নির্বাচন বানচাল করা উদ্দেশ্য নয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী দুইয়ে আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা। সুতরাং এসএম ফরহাদের বিরুদ্ধে প্রথম আলো এবং বিভিন্ন বিভিন্ন দৈনিক পত্রিকাতেও তার কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন খবর এসেছে। তারমধ্যে ছাত্রশিবির টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করেছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে।

ফাহমিদা আলম আরও বলেন, এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন, সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূলমন্ত্র এবং মূল লক্ষ্য উদ্দেশ্য সেটি আমার রিটের অন্যতম বক্তব্য। এসএম ফরহাদের এ পদক্ষেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং এছাড়াও আরও বিষয় তিনি আসলে নিষিদ্ধ দল ছাত্রলীগ, সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন। তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই।

তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন, সেখানে ছাত্রলীগের যে কমিটি ছিল সেখানে তিনি ছিলেন এবং খুবই অক্টিভলি পার্টিসিপেট করছিলেন। তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি। সেই জায়গা থেকে তিনি এখনও হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথেই বিলং করেন এবং এটি আসলে আমার কাছে মনে হয় ডাকসুর গঠনতন্ত্রের যে বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে। তিনি আসলে এ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখেন না বলেও জানান ফাহমিদা আলম।

রোববার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চে রিটটি করা হয়।

বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির রিটের বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

পুতিন-মোদি এক গাড়িতে, ট্রাম্পের কাছে পাঠানো বার্তা স্পষ্ট Sep 01, 2025
img
এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা Sep 01, 2025
img
হাঁটতে হাঁটতে আলোচনায় মোদি-পুতিন, উপেক্ষিত শেহবাজ! Sep 01, 2025
img
আবারও কনসার্টে দেখা যাবে নোবেলকে Sep 01, 2025
হাসিমুখে কোলাকুলিতে নতুন বার্তা দিলেন মোদি-পুতিন | Sep 01, 2025
img
কঠিন সময়েও রাশিয়া ও ভারত একসাথে আছে: মোদি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে উত্তাল ঢাবি Sep 01, 2025
img

আইনজীবী শিশির মনির

হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই Sep 01, 2025
img
পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু হতে হবে : আবিদুল ইসলাম Sep 01, 2025
img
জটিল রোগে ভুগছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী Sep 01, 2025
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা Sep 01, 2025
img
মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন : নুসরাত ফারিয়া Sep 01, 2025
img
সানি সংস্কারি কি তুলসি কুমারীর প্রথম গান বিজুরিয়া টিজার প্রকাশ Sep 01, 2025
img
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের Sep 01, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Sep 01, 2025
img
অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট Sep 01, 2025
img
মুঞ্জা টু-তে এবার থাকছে প্রতিভা রান্তা, শুটিং শুরু এ বছরেই Sep 01, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল অবস্থানে জামায়াত Sep 01, 2025