বলিউডে নতুন সংযোজন হিসেবে আলোচনায় উঠে এসেছেন প্রতিভা রান্তা। সমালোচকপ্রশংসিত লাপাটা লেডিস এবং হীরামাণ্ডি–তে অভিনয়ের পর এবার তিনি জায়গা করে নিলেন ম্যাডক ফিল্মসের বহুল জনপ্রিয় হরর–কমেডি ইউনিভার্সে। প্রযোজক দিনেশ ভিজানের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে মুঞ্জা টু, যেখানে মূল নারী চরিত্রে দেখা যাবে প্রতিভাকে।
২০২৪ সালে মুক্তি পাওয়া মুঞ্জা বক্স অফিসে ঝড় তোলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতারা আনছেন এর সিক্যুয়েল, যার শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে। প্রতিভার মতো তরুণ অভিনেত্রীর হাতে এ দায়িত্ব পড়ায় ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা কৌতূহল।
শোনা যাচ্ছে, গল্পের অংশ হিসেবে আগের ছবির অভিনয়শিল্পী শর্বরী ওঘ ও অভয় ভার্মা বিশেষ উপস্থিতি রাখতে পারেন। তবে কাহিনির মূল দিক এখনো গোপন রাখা হয়েছে।
ম্যাডক ফিল্মসের এই হরর–কমেডি ইউনিভার্স ইতিমধ্যেই স্ত্রী, রুহি, ভেড়িয়ার মতো সফল ছবি উপহার দিয়েছে। সামনে স্ত্রী টু, ভেড়িয়া টুসহ আরও বেশ কিছু প্রকল্প হাতে রয়েছে। সেই ধারাবাহিকতায় মুঞ্জা টু কেবল দর্শককেই নয়, বলিউডের ব্যবসায়িক মানচিত্রেও নতুন দাগ কাটবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিভার জন্যও এটি হতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড়।
এসএন