বলিউডে ফের উন্মাদনা তৈরি করেছে সানি সংসকারি কি তুলসি কুমারী ছবির নতুন গান। ছবির প্রথম গান বিজুরিয়া-র টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। পূর্ণাঙ্গ গানটি মুক্তি পাবে আগামী মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর। নির্মাতারা মজা করে একে আখ্যা দিয়েছেন— সংসকারি স্টাইলের আড়ালের বিজুরিয়া।
টিজারে চোখে পড়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের দুর্দান্ত রসায়ন। উজ্জ্বল ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই জুটিকে দেখা গেছে উৎসবমুখর আবহে নাচে–গানে মাততে। মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই ভক্তরা ধরে ফেলেছেন, গানটি হতে চলেছে একেবারে উৎসবের চার্টবাস্টার।
ছবিতে শুধু বরুণ–জাহ্নবী নন, শক্তিশালী সহশিল্পী হিসেবেও আছেন সানিয়া মালহোত্রা ও রোহিত সরাফ। সানিয়া তার বহুমুখী অভিনয়ের জন্য সমাদৃত, আর রোহিত এখনো তরুণ দর্শকের জাতীয় ক্রাশ। তাদের উপস্থিতি ছবিকে আরও পারিবারিক বিনোদনের রূপ দিয়েছে।
ধর্মা প্রোডাকশনসের ব্যানারে শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে হাম্পটি শর্মা কি দুলহানিয়া ও বদ্রীনাথ কি দুলহানিয়ার সাফল্যের কথা। সেই জুটিই আবার ফিরছে নতুন কাহিনি ও নতুন গানে, যেখানে বিজুরিয়া হতে পারে বছরের সবচেয়ে জনপ্রিয় নাচের গানগুলোর একটি।
এসএন