চীনে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের এক ফাঁকে মোদিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন পুতিন। এরপর মোদি পুতিনকে বলেন, কঠিন সময়েও ভারত এবং রাশিয়া পাশাপাশি দাঁড়িয়েছে।
সোমবার পুতিনের সাঁজোয়া লিমোজিনে বসে মোদি পুতিনকে এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ রাশিয়া থেকে অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা হলো চীন এবং ভারত। ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। কিন্তু ভারত বা চীন তেল কেনা থামাবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
চীনের বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকের ফাঁকে, মোদি পুতিনের হাত ধরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দিকে এগিয়ে যান। তিনজনকেই এ সময় হাসতে দেখা যায়।
পরে, মোদি এক্সে তার এবং পুতিনের একটি ছবি পোস্ট করেন। যেখানে রাশিয়ান নেতার ব্যবহৃত সাঁজোয়া অরাস লিমোজিনের ভেতরে তাদের বসে থাকতে দেখা যায়।
পুতিন প্রায়ই বিদেশ ভ্রমণের সময় অরাসে চড়েন এবং মাঝে মাঝে তার সাথে থাকা নেতাদের গাড়িতে চড়ার প্রস্তাব দেন। এমনকি কখনও গাড়ি উপহারও দেন। যেমনটি তিনি ২০২৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দিয়েছিলেন।
এ সময় মোদি বলেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও, ভারত ও রাশিয়া সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জনগণের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।’
দ্বিপাক্ষিক বৈঠকে পুতিন মোদিকে রাশিয়ান ভাষায় ‘প্রিয় মিস্টার প্রধানমন্ত্রী, প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন।
রাশিয়া ও ভারত কয়েক দশক ধরে বিশেষ সম্পর্ক বজায় রেখেছে, বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য। ভবিষ্যতে আমাদের সম্পর্কের উন্নয়নের ভিত্তি এটি- পুতিন বলেন।
জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমাদের বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব আঞ্চলিক এবং বিশ্বব্যাপী স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে রয়ে গেছে।
ইএ/এসএন