১৪৪ ধারা বহালসহ চবি প্রশাসনের কাছে শিবিরের ৪ দফা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৪ দফা দাবি তুলে ধরেন শাখা সভাপতি মোহাম্মদ আলী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালিদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, গত শনিবার রাতে এবং রোববার দিনব্যাপী চবি শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী পুলিশ প্রশাসন এবং দেশের নিরাপত্তা বাহিনীগুলো নীরব ভূমিকা পালন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলন থেকে উত্থাপন করা ৪ দফা দাবিগুলো হলো– বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং পুরো এলাকা অস্ত্রমুক্ত করতে হবে। ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখতে হবে।

এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বেলা ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন বলেন, গতকাল থেকে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫০০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গুরুতর আহত হয়েছেন ১০ জন।

আহতদের বিষয়ে তিনি বলেন, অধিকাংশেরই শরীর ছিলে গেছে, কেটে গেছে এবং তাদের শরীরে গভীর ক্ষতও ছিল। স্ক্রিনের নিচে ব্লাড জমে কালো হয়ে গেছে এ ধরণের শিক্ষার্থীও ছিল। মোট কথা ছোট বড় সবধরনের ক্ষতই ছিল। এছাড়াও শিক্ষার্থীদের কপাল, মাথা, শরীরেও ক্ষত ছিল।

জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ শিক্ষকবৃন্দ দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

দুই পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি ও পাথর। স্থানীয়দের হাতে ছিল রামদা, রড ও পাইপ। সংঘর্ষে ২ নম্বর গেট সংলগ্ন এলাকা রণক্ষেত্র হয়ে যায়।

এক পর্যায়ে এ সংঘর্ষ গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী অলিগলিতে আটকে গেলে তাদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় একের পর এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে। এক পর্যায়ে গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে তিন শিক্ষার্থী নগরের দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপে ধোনির মতো নেতৃত্ব দিতে চান পাকিস্তান অধিনায়ক Sep 04, 2025
img

জাহেদ উর রহমান

এ সরকার সংস্কার নিয়ে খুব গুরুত্ব দিয়েছে বলে আমি একেবারেই মনে করি না Sep 04, 2025
img
পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের Sep 04, 2025
img
ভুল হতে পারে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেব না : ইসি মাছউদ Sep 04, 2025
img
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা Sep 04, 2025
img
ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ১৫ হাজার টাকা Sep 04, 2025
img
নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে বিএনপি? মুখ খুললেন রুমিন ফারহানা Sep 04, 2025
img
হত্যা মামলায় রিমান্ডে আনিসুল, গ্রেপ্তার ড. এনামুর Sep 04, 2025
img

সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান

‘অর্থপাচার কমেছে বলবো না, প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে’ Sep 04, 2025
img
দেশে আসছে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’ Sep 04, 2025
img
হলিউডে গেলেও ঐশ্বরিয়া সফল হবেন না, মন্তব্য অমিতাভের Sep 04, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেপ্তার Sep 04, 2025
img
রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থ হয়ে সাইবার বুলিংয়ে নামছে একটি মহল: আবিদুল Sep 04, 2025
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগ Sep 04, 2025
নোয়াখালী পৌরসভার ৯০ শতাংশ সড়ক ক্ষতিগ্রস্ত, চরম দুর্ভোগ বাসিন্দাদের Sep 04, 2025
‘নন্দিনী’ নিয়ে যা বললেন ফজলুর রহমান বাবু Sep 04, 2025
img
চমক রেখে চ্যাম্পিয়নস লিগের দল ঘোষণা করল বার্সেলোনা Sep 04, 2025
img
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে : রাশেদ খান Sep 04, 2025
img
ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: দুদু Sep 04, 2025
img
রাজনীতিবিদদের বোঝা বড় কঠিন, ‘হ্যাঁ’ বললে বুঝতে হবে ‘না’ : মাসুদ কামাল Sep 04, 2025