বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন হবে। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা পরিষ্কার বলে দিয়েছেন উনি ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে আগ্রহী। বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির র্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আজ থেকে বিএনপির কোনো নেতাকর্মীরা পাড়া-মহল্লার কোনো ধরনের সংঘর্ষে জড়াতে পারবে না। যদি নির্বাচন চাও তবে কোনো-পাড়া মহল্লায় সংঘর্ষে জড়াবে না। প্রত্যেকটা পাড়া-মহল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। নেতাকর্মীদের আজ এটাই শপথ নিতে হবে।’
তিনি বলেন, ‘আগামী দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে হয় প্রধান উপদেষ্টা সে বিষয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরাও তাকে কথা দিয়ে এসেছি।’
এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস ও ভিপি শামীম প্রমুখ। সমাবেশ শেষে টুকুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
পিএ/এসএন