বলিউডে রাজত্ব করছেন কিং খান। তবে তার স্ত্রী গৌরী খানও কিন্তু কম জনপ্রিয় নন। ইন্টিরিয়র ডিজাইনিংয়ের জগতে খুব জনপ্রিয় নাম গৌরী। বড় বড় সেলেবরাও তাদের বাড়ির ডিজাইন গৌরীকে দিয়ে করিয়ে থাকেন।
তার তালিকায় রয়েছে একঝাঁক তারকার নাম। সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, অনন্যা পান্ডে এবং মনীশ মালহোত্রার মতো বিখ্যাত ব্যক্তিদের জন্যও কাজ করেছেন তিনি।
কখনও কারও বাড়ি সাজিয়েছেন সুন্দর করে, কখনও আবার কারও অফিস। তবে কেউ যদি কিং খানের স্ত্রী গৌরীকে দিয়ে তাদের বাড়ি ডিজাইন করাতে চান, জানেন কি কত টাকা বাজেট রাখতে হবে?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গৌরী খান শুধুমাত্র আইডিয়া দেওয়া এবং কথা বলার জন্যই নাকি ৬ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। শুধু পরামর্শ নিতে হলে ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তারপরে যদি তিনি বাড়ি সাজাতে রাজি হন, তা হলে তিনি ৩০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
বিলাসবহুল বাংলো ডিজাইনের জন্য তার পারিশ্রমিক আরও বেশি। এর জন্য তিনি প্রায় ৩ কোটি থেকে ১০ কোটি টাকা নিয়ে থাকেন। বাণিজ্যিক প্রোজেক্টের জন্য ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা নেন। শুধু তাই নয়, গৌরী খানের কাস্টমাইজ আসবাবপত্রের দামও লাখ টাকা।
এসএন