বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিবাদরা অফিস খুলে বসে বাংলাদেশের নির্বাচনের বানচালের চেষ্টা করছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে।
যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসররা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে। এদেশের আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যখনই কেউ গণতন্ত্রের বাইরে গেছে, তখন তারা এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।’
টুকু আরো বলেন, ‘অনেকেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হতে দেবে না।
আপনারা ৭১-এ ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। এ দেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চায়।’
আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পিএ/এসএন