যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি শুল্ক সংক্রান্ত টানাপোড়েন মেটাতে সম্প্রতি সব ধরনের মার্কিন পণ্যের ওপর ধার্যকৃত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত; কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও তাতে সাড়া দেননি।
আজ ১ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এমন দাবি করেছেন ট্রাম্প। পোস্টে তিনি বলেছেন, “তারা (ভারত) সম্প্রতি যুক্তরাষ্ট্রের পণ্যে ধার্যকৃত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু এখন দেরি হয়ে গেছে। এই প্রস্তাব আরও অনেক বছর আগে দেওয়া উচিত ছিল।”
এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু দূতাবাসের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ধার্যকৃত রপ্তানিশুল্ক ছিল ১৫ শতাংশ। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের পদে আসীন হন ট্রাম্প এবং এপ্রিলে এই শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন।
পরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে চলতি আগস্টের প্রথম দিকে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছায় ৫০ শতাংশে।
গত ২৭ আগস্ট থেকে বর্ধিত এই শুল্ক কার্যকর হয়েছে। উচ্চমাত্রার এই শুল্কের আঘাত ইতোমধ্যে অনুভূত হচ্ছে ভারতের অর্থনীতিতে। আর এমন এক সময়ে ট্রাম্প এমন মন্তব্য করলেন, যখন অর্থনীতিকে টিকিয়ে রাখার স্বার্থে বিকল্প বাজার খুঁজছে ভারত।
উল্লেখ্য, ভারতের আভ্যন্তরীণ বাজারে মার্কিন পণ্যের ওপর কোনো নির্দিষ্ট শুল্কমাত্রা নেই। যুক্তরাষ্ট্রের যেসব পণ্য নিত্যপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয়, ভারতের বাজারে সেসবের ওপর ধার্যকৃত শুল্কের হার কম।
তবে বিলাসবহুল মার্কিন পণ্যগুলোর ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে ভারত।
ইএ/এসএন