গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তাকে দেখতে ঢাকা মেডিক্যালে যান তিনি। এ সময় নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে নুরুল হককে দেখার পর মোবাইল ফোনে শামা ওবায়েদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘নুরুল হক নুরের মতো আর কাউকে এরকম অত্যাচারের শিকার হতে না হয়, আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই।’
এর আগে আজ দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর করা হয়।
এমআর