তিন বছরের বিরতির পর আবারও বলিউডে প্রত্যাবর্তন করলেন আলোচিত ও বিতর্কিত নির্মাতা রাম গোপাল ভার্মা। শুরু করেছেন তার নতুন ছবি ‘পুলিশ স্টেশনে ভূত’-এর শুটিং। এই ভৌতিক-কমেডি ঘরানার ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী ও বহুদিন পর রূপালি পর্দায় ফেরা জেনেলিয়া দেশমুখকে।
আজ ছবির নির্মাতারা মুক্তি দিয়েছেন ছবির মোশন পোস্টার, যেখানে এক রহস্যময় ও ব্যতিক্রমী কাহিনির আভাস মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ মোশন পোস্টার শেয়ার করে রাম গোপাল ভার্মা লেখেন, "একজন ভয়ংকর গ্যাংস্টার এনকাউন্টারে নিহত হয় এবং ভূত হয়ে ফিরে আসে পুলিশ স্টেশন ত্রাসে পরিণত করতে মৃতদের আটকানো যায় না।"
ছবিটির গল্পের মাঝখানে রয়েছে এক এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার ও এক প্রাক্তন গ্যাংস্টারের ভূত, যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে থ্রিলার, ব্যঙ্গাত্মক ও ভৌতিক মোড়ে মোড়ে ভরা এক ব্যতিক্রমধর্মী কাহিনি।
মনোজ বাজপেয়ীর সঙ্গে রাম গোপাল ভার্মার বহুদিন পর আবারও একসাথে কাজ করা চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, জেনেলিয়া দেশমুখের প্রত্যাবর্তনকেও ভক্তরা দেখছেন একটি বড় চমক হিসেবে। ভৌতিক, রসিকতা ও 'মসালা'র সংমিশ্রণে তৈরি এই ছবি পুরনো ভার্মা ঘরানার ফ্লেভার নিয়ে এলেও থাকছে নতুনত্বের ছোঁয়া।
২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুলিশ স্টেশনে ভূত’। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে দর্শকমহলে তুমুল চর্চা শুরু হয়েছে।
এমআর