তিন বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভারত থেকে টমেটো বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে নতুনভাবে এ কার্যক্রম চালু হয়।
প্রথম দিনেই ২৮ মেট্রিক টন টমেটো এসেছে। শুল্ক ও অন্যান্য খরচসহ প্রতি কেজি টমেটোর দাম পড়ছে প্রায় ৬১ টাকা। চট্টগ্রামের বড় বাজার নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এসব টমেটো আমদানি করেছেন।
আমদানিকারক এনামুল হক জানান, দেশের বাজারে টমেটোর চাহিদা বেড়েছে। এ কারণেই প্রথম ধাপে এক ট্রাকে ২৮ মেট্রিক টন টমেটো এনেছি। এগুলো সরবরাহ করা হবে ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে। বাজারে চাহিদা বাড়লে ধাপে ধাপে আমদানি বাড়ানো হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, দীর্ঘ বিরতির পর সোমবার টমেটো আমদানি হয়েছে। এসব টমেটো ৫০০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু টমেটো দ্রুত পচনশীল, তাই শুল্কায়ন শেষে দ্রুত ছাড়পত্র দেয়া হয়েছে।
কেএন/টিকে