৪ মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান টিপু বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদ রানা টিপুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মুর্শেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান শাহিদ রানা টিপুর বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ এপ্রিলের একটি হত্যা মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগপত্র আমলে নিয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানান। পরে তা যাচাই-বাছাই শেষে শাহীদ রানা টিপুর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রমে সমীচীন নয় মনে করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
রোববার (৩১ আগস্ট) এই প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সালের আইন নং ৬১) এর ধারা ৩৪ (১) অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারটি হত্যা মামলার আসামি শাহীদ রানা টিপু গত প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। হত্যা, মাদক ও বিস্ফোরক মামলায় চেয়ারম্যান পালিয়ে থাকায় স্থবির হয়ে পড়েছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। টিপু চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

২০১৮ সালের ১০ মার্চ সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হয় আইয়ুব আলী। এই মামলার প্রধান আসামি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু। ২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর এলাকায় বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হয় জিয়াউর রহমান। একদিন পর সদর মডেল থানায় তার স্ত্রী মিলিয়ারা বেগম চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

একই বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় র‍্যাবের সোর্স হিসেবে পরিচিত আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। শাহীদ রানা টিপু চেয়ারম্যানকে এই মামলার প্রধান আসামি করে সদর মডেল থানায় মামলা করেন নিহত পিন্টুর বাবা মো. হুময়ান।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক বলেন, ‘চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের বিষয়টি এখনো জানা নেই। তবে দীর্ঘদিন ধরেই মামলার কারণে পলাতক রয়েছেন তিনি। এ নিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এমনকি স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এমন প্রজ্ঞাপন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালের ৩ জানুয়ারি আইয়ুব হত্যা মামলায় শাহীদ রানা টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মাদক, হত্যা ও বিস্ফোরক মামলা ও পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে আবারও পদ ফিরে পান শাহীদ রানা টিপু।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ Nov 23, 2025
img
কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না: সালাহউদ্দিন Nov 23, 2025
img
জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত প্রচেষ্টায় অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা Nov 23, 2025
img
ইমাম ও খতিবদের পেছনে ছিলাম, থাকবো: জামায়াত আমির Nov 23, 2025
‘হোয়াট ঝুমকা’ গানে ট্রাম্পের হবু পুত্রবধূকে নাচালেন রণবীর Nov 23, 2025
img
এবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যে সময়ে আঘাত হানতে পারে Nov 23, 2025
img
শিডিউল জটিলতায় সঞ্জয়ের জন্য পিছিয়ে যেতে পারে রণবীরের ‘রামায়ণ’ Nov 23, 2025
img
পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন শাহিবজাদা Nov 23, 2025
img
ওয়ানডের এবার টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চিত গিলের Nov 23, 2025
img
কয়েকটি দলের ঐক্যে সবার ঐক্য হয় না : নাহিদ ইসলাম Nov 23, 2025
img
নিজের সংবাদ প্রচার না করার অনুরোধ অভিনেতা সোহেল রানার Nov 23, 2025
img
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই Nov 23, 2025
img
মুশফিকদের টাকা এখনো পরিশোধ করেনি খুলনা Nov 23, 2025
img
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ জানালেন মঞ্জু Nov 23, 2025
img
সার কারখানার গ্যাসের দাম বাড়ল ৮৩ শতাংশ Nov 23, 2025
img
ভূমিদস্যুদের কাছে খাল-পরিবেশ-নির্মল বাতাস শত্রু পক্ষ : রিজভী Nov 23, 2025
img
পঞ্চবটি-মুক্তারপুরে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, গ্যাস সরবরাহ বন্ধ Nov 23, 2025
img
৪ দিনের জন্য বন্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় Nov 23, 2025
img
দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে শাহরুখ খানের বার্তা Nov 23, 2025
img
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ল Nov 23, 2025