প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আরও একদিন বাড়ানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসুর মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
এছাড়া মনোনয়ন ফরম জমা দেয়ার সময়সীমা পরিবর্তন করে ৪ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ১০ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সেই দিন গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ইএ/টিকে