তেলেগু তারকা তেজা সাজ্জার বহুল প্রতীক্ষিত ছবি ‘মিরাই’ ঘিরে উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে এক ঝলক দেখা রহস্যময় ভগবান রামের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে ধারণা করেন, দৃশ্যে ব্যবহৃত মুখটি সুপারস্টার মহেশ বাবুর। আবার অনেকের মতে, ‘হনুমান’-এর মতো এখানেও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে ভিজ্যুয়াল।
তবে এই জল্পনায় ইতি টেনেছেন তেজা সাজ্জা নিজেই। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, মহেশ বাবু ‘মিরাই’-এর অংশ নন। তিনি স্বীকার করেন, মহেশ বাবু ভগবান রামের চরিত্রে থাকলে তা অসাধারণ হতো, তবে ছবিটি মুক্তির আগে ওই চরিত্রে কে অভিনয় করেছেন তা প্রকাশ করা হবে না। এই রহস্যই ছবির প্রতি দর্শকের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে।
উল্লেখ্য, নিদেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্য একসময় মহেশ বাবুর কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে চরিত্রটি পান রণবীর কাপুর। ফলে ‘মিরাই’-এর ঝলকে ভগবান রামকে ঘিরে মহেশ বাবুর নাম আসায় আলোচনা আরও তীব্র হয়েছে।
কার্তিক ঘট্টামানেনির পরিচালনায় তৈরি হচ্ছে ‘মিরাই’। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন মঞ্চু মনোজ। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জয়রাম, জগপতি বাবু ও শ্রিয়া সরন। আগামী ১২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বিশ্বজুড়ে। নির্মাতারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি হবে এক অভূতপূর্ব ভিজ্যুয়াল অভিজ্ঞতা যার সবচেয়ে বড় রহস্য এখনো উন্মোচিত হয়নি।
এমকে/এসএন