‘বাঘি ৪’-এর নতুন গানে নজর কাড়লেন সাবেক বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু। ‘ইয়ে মেরা হুসন’ শিরোনামের এই ঝলমলে গানে তাকে দেখা গেছে দারুণ নাচ, গ্ল্যামার আর শক্তিশালী উপস্থিতি নিয়ে। মুক্তির পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
গানের প্রতিটি ফ্রেমে হারনাজ যেন নিজেকে নতুনভাবে হাজির করেছেন। তার অনন্য নাচের ভঙ্গি, আকর্ষণীয় উপস্থিতি এবং পর্দায় আধিপত্য দর্শকদের চোখ সরাতে দিচ্ছে না। ঝলমলে পোশাক, সাহসী মুভমেন্ট আর মঞ্চকাঁপানো পারফরম্যান্সে গানটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।
শুধু ভক্তরাই নয়, সমালোচকরাও বলছেন—‘বাঘি ৪’-এর এই গানটি ছবির অন্যতম আকর্ষণ হয়ে থাকবে। হারনাজের গ্ল্যামার ও নাচে ভরপুর এই পরিবেশনা ইতোমধ্যে দর্শকপ্রিয়তার তালিকায় জায়গা করে নিচ্ছে।
ইউটি/টিএ