ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তির সুযোগ নেই : ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চললেও বাস্তবতা হলো, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল ও অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষেই রয়েছে। তিনি মনে করেন, এখন যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, তারাও মূলত কৌশলগত অবস্থান নিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে। 

 তাই জনগণকে বিভ্রান্ত না হয়ে আশাবাদী থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘অন্যমঞ্চ’-তে সাক্ষাৎকারে ববি হাজ্জাজ এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন মাসুদ কামাল নিজেই।

মানুষের মধ্যে এখনো সন্দেহ রয়েছে—ফেব্রুয়ারিতে সত্যিই নির্বাচন হবে কি না। যদিও সব কিছু ঠিকঠাক চলছে, তার পরও এই সন্দেহ কেন? এই প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেছেন, 
‘রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে কিছু বিষয় অন্যভাবে দেখার সুযোগ হয়। সেই দৃষ্টিকোণ থেকেই বলছি, আমার মনে হয় না এখন আর নির্বাচনের সময়সূচি নিয়ে জনগণের বিভ্রান্তির কারণ আছে। অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার, স্পষ্টভাবে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়। সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল—সবার অভিমত একই, দ্রুত একটি নির্বাচন হওয়া দরকার। প্রায় সব রাজনৈতিক দলও নির্বাচনের পক্ষে। কেউ কেউ কিছুটা ভিন্ন কৌশলে কথা বলছে কিন্তু তারাও নির্বাচনেই অংশ নেবে বলে মনে হয়। তাই জনগণকে আমি আশ্বস্ত করতে চাই—নির্বাচন হবেই, ইনশাআল্লাহ।’

কেন বিভ্রান্তি তৈরি হচ্ছে—এই প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু গোষ্ঠী আছে যারা আদতেই নির্বাচন চায় না। এদের মধ্যে অনেকে প্রভাবশালী, অনলাইনে জনপ্রিয়।তারা ইউটিউবে বা সামাজিক মাধ্যমে ভুল ও বানানো তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ছাড়া কয়েকটি রাজনৈতিক দল কৌশলগত কারণে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তাই মানুষ বিভ্রান্ত হচ্ছে।’

ববি হাজ্জাজ আশাবাদী যে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন কিছুটা হলেও ভালো হতে পারে। কারণ মানুষ এখন অনেক সচেতন, সামাজিক মিডিয়া আছে, তথ্য আদান-প্রদান আগের তুলনায় অনেক সহজ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ঠিকভাবে কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে প্রচারণা চালায়, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।’

জাতীয় পার্টি বা ১৪ দল নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব দলের খুব একটা ভোট নেই। কিন্তু কেউ অপরাধ করলে, সেটা ব্যক্তির বিচারে দেখা উচিত, দলকে নিষিদ্ধ করে নয়। দল নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া আছে। সেটা অনুসরণ না করে যেকোনো দলকে হুট করে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে তাহলে ৭১ সালে যারা তার চেয়েও বড় অপরাধ করেছে, তাদের ক্ষেত্রেও একই দাবি উঠবে। এভাবে চললে গণতন্ত্র আর থাকবে না।’

ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমানে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ৭১-এর ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যার ফলে এখন কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেও তাকে ‘হাসিনা সরকারপন্থী’ বলে ট্যাগ করা হয়। অথচ ৭১ আমাদের সবার গৌরবের ইতিহাস।’

তিনি বলেন, এখন কেউ যদি ৭১ নিয়ে একটি অনুষ্ঠান করে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আবার অন্যদিকে দেখা যায়, যারা ৭১-এর বিরোধী ছিল, তাদের ছবি বিশ্ববিদ্যালয়ে টানিয়ে সম্মান জানানো হয়। এসব দ্বিচারিতা মেনে নেওয়া যায় না।

তার মতে, গণতন্ত্র মানে সবার কথা বলার অধিকার। সবচেয়ে গৌরবময় ইতিহাস ৭১—তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক জায়গায় আমরা শৃঙ্খলাবিহীন হয়ে পড়েছি। এসব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নইলে সামনে বড় বিপদ আসতে পারে।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

চীন বিশ্বকে জানাতে চাইছে শুধু অর্থনৈতিক শক্তিই নয়, বৈশ্বিক রাজনীতির নেতৃত্বেও হবে রদবদল! Sep 03, 2025
শিক্ষার্থীদের ওপর হামলার ৬০ ঘন্টা পর জড়িতদের বিরুদ্ধে চবি প্রশাসনের মামলা Sep 03, 2025
নির্বাচন নিয়ে যে চুড়ান্ত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Sep 03, 2025
নারী নিপীড়ন বিষয়ে যা বললেন সাদিক কায়েম Sep 03, 2025
সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চান উপদেষ্টা ফারুকী Sep 03, 2025
পুরুষদের প্রতি তামান্নার বিশেষ বার্তা! Sep 03, 2025
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন কৃতি শ্যানন! Sep 03, 2025
দামি কসমেটিকস নয়, ত্বকের যত্নে সারার সোজাসাপটা ফর্মুলা Sep 03, 2025
বিটিএস তারকা জাংকুকের স্বাস্থ্য নিয়ে উদ্বে''গ! Sep 03, 2025
অপু-শাকিবের ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের পথে, স্কুল ভর্তির প্রস্তুতি! Sep 03, 2025
img
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে কমোরোসের রাষ্ট্রপতিকে অনুরোধ Sep 03, 2025
img

প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Sep 03, 2025
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি সাময়িক প্রত্যাহার Sep 03, 2025
img
কয়জনকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে জনগণ জানতে চায় : ইশরাক Sep 03, 2025
img
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন Sep 03, 2025
img
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে : নার্গিস Sep 03, 2025
img
চবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের Sep 03, 2025
img

ডিএনসিসি প্রশাসক

একটি ন্যায্য সমাজ গড়তে চাই Sep 03, 2025
img
সুন্দরগঞ্জে বিএনপির ২ পক্ষের বিরোধ, ১৪৪ ধারা জারি Sep 03, 2025
img
আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে বড় সিদ্ধান্ত ব্রিটেন আদালতের Sep 03, 2025