ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তির সুযোগ নেই : ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চললেও বাস্তবতা হলো, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল ও অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষেই রয়েছে। তিনি মনে করেন, এখন যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, তারাও মূলত কৌশলগত অবস্থান নিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে। 

 তাই জনগণকে বিভ্রান্ত না হয়ে আশাবাদী থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘অন্যমঞ্চ’-তে সাক্ষাৎকারে ববি হাজ্জাজ এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন মাসুদ কামাল নিজেই।

মানুষের মধ্যে এখনো সন্দেহ রয়েছে—ফেব্রুয়ারিতে সত্যিই নির্বাচন হবে কি না। যদিও সব কিছু ঠিকঠাক চলছে, তার পরও এই সন্দেহ কেন? এই প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেছেন, 
‘রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে কিছু বিষয় অন্যভাবে দেখার সুযোগ হয়। সেই দৃষ্টিকোণ থেকেই বলছি, আমার মনে হয় না এখন আর নির্বাচনের সময়সূচি নিয়ে জনগণের বিভ্রান্তির কারণ আছে। অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার, স্পষ্টভাবে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়। সেনাবাহিনী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল—সবার অভিমত একই, দ্রুত একটি নির্বাচন হওয়া দরকার। প্রায় সব রাজনৈতিক দলও নির্বাচনের পক্ষে। কেউ কেউ কিছুটা ভিন্ন কৌশলে কথা বলছে কিন্তু তারাও নির্বাচনেই অংশ নেবে বলে মনে হয়। তাই জনগণকে আমি আশ্বস্ত করতে চাই—নির্বাচন হবেই, ইনশাআল্লাহ।’

কেন বিভ্রান্তি তৈরি হচ্ছে—এই প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ‘কিছু গোষ্ঠী আছে যারা আদতেই নির্বাচন চায় না। এদের মধ্যে অনেকে প্রভাবশালী, অনলাইনে জনপ্রিয়।তারা ইউটিউবে বা সামাজিক মাধ্যমে ভুল ও বানানো তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ছাড়া কয়েকটি রাজনৈতিক দল কৌশলগত কারণে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে কিন্তু প্রকৃতপক্ষে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তাই মানুষ বিভ্রান্ত হচ্ছে।’

ববি হাজ্জাজ আশাবাদী যে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন কিছুটা হলেও ভালো হতে পারে। কারণ মানুষ এখন অনেক সচেতন, সামাজিক মিডিয়া আছে, তথ্য আদান-প্রদান আগের তুলনায় অনেক সহজ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ঠিকভাবে কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে প্রচারণা চালায়, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।’

জাতীয় পার্টি বা ১৪ দল নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব দলের খুব একটা ভোট নেই। কিন্তু কেউ অপরাধ করলে, সেটা ব্যক্তির বিচারে দেখা উচিত, দলকে নিষিদ্ধ করে নয়। দল নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া আছে। সেটা অনুসরণ না করে যেকোনো দলকে হুট করে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে তাহলে ৭১ সালে যারা তার চেয়েও বড় অপরাধ করেছে, তাদের ক্ষেত্রেও একই দাবি উঠবে। এভাবে চললে গণতন্ত্র আর থাকবে না।’

ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমানে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ৭১-এর ইতিহাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যার ফলে এখন কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেও তাকে ‘হাসিনা সরকারপন্থী’ বলে ট্যাগ করা হয়। অথচ ৭১ আমাদের সবার গৌরবের ইতিহাস।’

তিনি বলেন, এখন কেউ যদি ৭১ নিয়ে একটি অনুষ্ঠান করে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আবার অন্যদিকে দেখা যায়, যারা ৭১-এর বিরোধী ছিল, তাদের ছবি বিশ্ববিদ্যালয়ে টানিয়ে সম্মান জানানো হয়। এসব দ্বিচারিতা মেনে নেওয়া যায় না।

তার মতে, গণতন্ত্র মানে সবার কথা বলার অধিকার। সবচেয়ে গৌরবময় ইতিহাস ৭১—তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক জায়গায় আমরা শৃঙ্খলাবিহীন হয়ে পড়েছি। এসব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নইলে সামনে বড় বিপদ আসতে পারে।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদল Oct 22, 2025
img
সাভার ও আশুলিয়া নিয়ে সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার: আসিফ মাহমুদ Oct 22, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লোপেসের হ্যাটট্রিক, অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা Oct 22, 2025
img
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় সংস্কার, দখলে নিল এনসিপি Oct 22, 2025
img
‘বিএনপি ক্ষমতায় এলে জামায়াত রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ করা হবে’ Oct 22, 2025
img
৩ ঘণ্টা পর রাজশাহীতে লাইনচ্যুত ৩টি বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক Oct 22, 2025
img
কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না : প্রিন্স Oct 22, 2025
img
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় Oct 22, 2025
img
‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব Oct 22, 2025
img
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি মানা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা Oct 22, 2025
img
চিকিৎসার পাশাপাশি সুরের ভুবনে ঝংকার তুলছেন আনিসুর রহমান রানা Oct 22, 2025
কখন শুরু হয় জুমুয়ার নামায Oct 21, 2025
টানাপোড়ন এর সেটে গান গাইলেন তাসনুভা তিশা ও জাহের আলভি Oct 21, 2025
সালমান শাহর মৃত্যু তদন্তে নতুন অধ্যায়, আসামির তালিকায় স্ত্রী সামিরা Oct 21, 2025
‘জুলাই সনদ’ ইস্যুতে জামায়াত-এনসিপির দূরত্ব Oct 21, 2025
সচিবালয়ে সিদ্ধান্ত, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫% Oct 21, 2025
‘ফাইল ছেড়ে দিন প্লিজ’ প্রধান উপদেষ্টাকে সারজিস আলম Oct 21, 2025
নবীন শিক্ষার্থীদের কুরআন উপহার দিয়ে সংবর্ধনা জানাল ছাত্রশিবির Oct 21, 2025
হাঁসই বদলে দিয়েছে ভাগ্য, স্বপ্ন এখন বাস্তব! Oct 21, 2025
পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি, প্রার্থী চূড়ান্তে নির্দেশ তারেক রহমানের Oct 21, 2025