বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ বুধবারের কর্মসূচি স্থগিত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছিল। কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে আকস্মিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে কি কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বোধগম্য নয়। আমাদের পক্ষ থেকেও কোনো শঙ্কার কথা তাদের জানানো হয়নি। অন্য কোনো পক্ষ এমন কিছু জানিয়েছে কি না আমার জানা নেই।”
দাগনভূঞার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, “কর্মসূচি স্থগিতের বিষয়ে জেনেছি। তবে সাংগঠনিক কোনো বৈঠকের আগ পর্যন্ত নেতাদের কাছে আমাদের জবাবদিহি করার সুযোগ নেই। আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য জেলা বিএনপি হয় তো এমন সিদ্ধান্ত নিয়েছেন।”
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে বলেন, “বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। বিভিন্ন সময়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এবার সংঘাত ও সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে বিষয়গুলো বিএনপির কেন্দ্রীয় পরিষদে জানানো হয়েছে। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
পিএ/টিএ