সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত বলিউডের রোমান্টিক-কমেডি সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ম্যাডক ফিল্মস প্রযোজিত এ সিনেমা ভারতে যেমন ভালো পারফর্ম করছে, তেমনি বিদেশি বাজারেও প্রশংসনীয় সাড়া পাচ্ছে। তবে প্রথম সোমবারে ছবিটি প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি পতনের মুখে পড়লেও, এখন পর্যন্ত এটি বলিউডে পোস্ট-কোভিড যুগে সিদ্ধার্থ মালহোত্রার সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে।
ভারতীয় নেট কালেকশন থেকে ৩১ দশকি ৮ কোটি রুপি, ভারতীয় গ্রস থেকে ৩৭ দশমিক ৫২ কোটি, বিদেশি বাজারে গ্রস থেকে ১২ দশমিক ৫ কোটি রুপি ও মোট বিশ্বব্যাপী গ্রস থেকে আয় করেছে ৫০ দশমিক ০২ কোটি রুপির মতো।
যদিও সিনেমাটি প্রথম সোমবারে প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি পতনের মুখে পড়ে। তবুও ম্যাডক ফিল্মসের প্রযোজনায় তৈরি ছবিটি ভারতে এবং বিদেশেও ভালো পারফর্ম করছে। ওয়ার্ড-অফ-মাউথ ও নির্মাতাদের আস্থার কারণে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি ৪’। এই অ্যাকশন-ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা ও টাইগারের বিশাল ফ্যানবেসের কারণে ‘পরম সুন্দরী’ অনেকগুলো স্ক্রিন হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতে ৬০ কোটি নেট আয় করতে পারলে ছবিটি নিরাপদ অঞ্চলে পৌঁছাবে। যদিও এই লক্ষ্যমাত্রা বিশাল নয়। তবে ‘বাঘি ৪’-এর সঙ্গে প্রতিযোগিতা করে সেই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে না।
এসএস/এসএন
সূত্র: কইমই