জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমি চারবার ডাকসু নির্বাচনে ভোট দিয়েছি; কিন্তু কখনো সেখানে পুলিশ দেখিনি। তিনি বলেন, আমি এটাও দেখিনি যে নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ডিএমপি কমিশনার বলেছেন ডাকসু নির্বাচনের দিন সেখানে প্রচুর পুলিশ থাকবে, নির্বাচন ভণ্ডুল করতে দেওয়া হবে না।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডাকসু নির্বাচনে চারবার ভোট দিয়েছে। সে সময় আমি কোনো দিন পুলিশ দেখিনি। তিনি বলেন, আমি আরেকটি জিনিস দেখিনি। সেটা হল নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা।
এখন নাকি নির্বাচনের দুই দিন আগে থেকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এই বন্ধে তো অনেকে বাড়িতে চলে যাবে, তাহলে নির্বাচন কী করে হলো, আর নির্বাচনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকতে হবে কেন?
তিনি বলেন, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে পরিষ্কার না, নির্বাচন নিয়ে আসলে কী হচ্ছে। নির্বাচন নিয়ে কি অন্য কোনো খেলা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এরই মধ্যে উঠতে শুরু করেছে। তিনি আরো বলেন, সব মিলিয় নির্বাচনটা ঠিকঠাকমতো হোক সেটা চাই।
এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কি না সেটা জরুরি না, জরুরি হলো মানুষের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা ফিরে আসুক।
এমআর/এসএন