আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো চক্রান্ত করে সেটি বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে।’
২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোর সমালোচনা করে জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহসভাপতি বিজি রশিদ নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম, হুমায়ুন কবির কামাল, বোরহান উদ্দিন ও হারুন অর রশীদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি নিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি সমর্থকরা।
ইএ/টিকে