বরিশাল নগরীর পাঁচ স্থানে মিলছে ৪৫ টাকার পেঁয়াজ

বরিশালে দ্বিতীয় দফায় ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার সকাল থেকে নগরীর নির্ধারিত ৫টি পয়েন্টে খোলা বাজারে এ পেঁয়াজ বিক্রি করছে টিসিবির ডিলাররা।

স্থান পাঁচটি হচ্ছে- বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা।

এদিকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে সকাল থেকেই টিসিবির ডিলারদের ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভ্ন্নি শ্রেণির মানুষ।

এদিকে টিসিবি সূত্রে জানা যায়, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে) টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য ৫ জন ডিলারকে ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: