শেয়ারবাজারের স্থিতিশীলতায় ‘সর্বোত্তম ব্যবস্থা’ নেবে বাংলাদেশ ব্যাংক

চলতি সপ্তাহের শুরু থেকেই অস্থির দেশের শেয়ারবাজার। রেকর্ড দরপতনের খবরে দিশেহারা বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উন্নয়নের লক্ষ্যে ‘সর্বোত্তম প্রস্তাব’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল। এসময় ওই প্রতিনিধি দল শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে কয়েক দফা প্রস্তাব পেশ করে।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছে। এসময় পুঁজি-বাজারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গভর্নর ডিসিসিআই’র প্রতিনিধি দলকে জানিয়েছেন- পুঁজি-বাজারের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতায় এখন পর্যন্ত যেসব প্রস্তাব পাওয়া গেছে, তার মধ্যে সর্বোত্তম প্রস্তাব বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহায়তা করবে। বৈঠকে ডিসিসিআই’র সভাপতি শামস মাহমুদ, সহ-সভাপতি এন কে এ মবিন এবং সহসভাপতি মোহাম্মদ বাশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবারও ব্যাপক দরপতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার সূচক কমেছে ৮৭ পয়েন্ট। সূচকের এই বড় দরপতনের প্রতিবাদে লেনদেন শেষ হওয়ার আগেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পূঁজি-বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

টাইমস/এসএন/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024
img
তীব্র তাপপ্রবাহ : প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ Apr 20, 2024
img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024