প্রায় সাড়ে ৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে ফুডপান্ডা

 

অনলাইন ভিত্তিক জনপ্রিয় খাবার সরবরাহ প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে ৩ কোটি ৪০ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ অক্টোবর) নিরীক্ষা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দারা ফুডপান্ডার গুলশান-২ কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির এ তথ্য পেয়েছে। বিস্তারিত তথ্য জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এখনও গোয়েন্দাদের অভিযান চলছে।

ভ্যাট গোয়েন্দার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার ও সহকারী পরিচালক মো. মহিউদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

ভ্যাট গোয়েন্দার উপপরিচালক নাজমুন্নাহার কায়সার গণমাধ্যমকে জানান, ফুডপান্ডার দায়িত্বরত কর্মকর্তাদের কাছে ভ্যাট সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তারা সব ধরণের কাগজপত্র প্রদর্শন করেন। প্রতিষ্ঠানটির কম্পিউটারেও তল্লাশী চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার ল্যাপটপে মাসিক বিক্রয়ের কিছু গোপন তথ্য পাওয়া যায়। ওই তথ্যের সূত্র ধরে ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকি দেয়ার আরও চাঞ্চল্যকর তথ্য পায়।

 

টাইমস/এসএন

Share this news on: